পথচারী সচেতনতা কার্যক্রম

২৩ নভেম্বর, ২০২৪, শনিবার উত্তরাতে পালিত হয় “পথচারী সচেতনতা কার্যক্রম”।মূলত ফুটপাত, ফুটওভার ব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহারে পথচারীদের উদ্বুদ্ধ ও সচেতন করার জন্য এই প্রচারণা। এছাড়া বাস স্টপেজ ছাড়া বাস থেকে নামা ও বাসে ওঠাকে নিরুৎসাহিত করা হয়। ফুটপাত দিয়ে হাঁটার ও মোবাইল ফোনের ক্রিনের দিকে না তাকিয়ে হাঁটার বিষয়ে প্রচারণা চালানো হয়।পথচারী ছাড়াও, রিকশা, অটোরিকশা ও বাইক চালকেরা এই প্রচারণাকে স্বাগতম জানিয়েছেন। প্রায় ৭০০ জন ট্রান্সপোর্ট প্রফেশনাল (সিভিল ইঞ্জিনিয়ার, আরবান প্ল্যানার, আর্কিটেক্ট, রোড সেফটি ইন্সট্রাক্টর ইত্যাদি) এর সমন্বয়ে গঠিত Transport Professionals Fourm, Bangladesh আজ ছুটির দিনে পথে নেমেছিলেন ছোট পরিসরে। যেহেতু সড়কে বিশৃঙ্খলার বড় কারণ পথচারী ও গাড়ি/বাস/অটোরিকশা চালকদের অসতর্ক/বেপরোয়া চলাচল, এই ফোরাম তাই আজ উত্তরা আজমপুর থেকে দিয়াবাড়ি পর্যন্ত কয়েকটি ক্রিটিকাল পয়েন্টে অবস্থান নিয়ে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন। সংগঠনটি মাত্র ২ মাস আগে যাত্রা শুরু করেছে এবং দেশের পরিবহন খাতে বিপ্লব আনয়নে তাদের বড় মাত্রার কিছু লক্ষ্য আছে বলে সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়।আজকের প্রচারণায় সড়ক ও জনপথ অধিদপ্তর এবং মেট্রোরেল কোম্পানি এর সরকারি প্রকৌশলীবৃন্দ ছাড়াও বেসরকারি কয়েকজন প্রকৌশলী ও পরিবহন শিল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই ফোরামে অনেক বাংলাদেশী গবেষক (যারা প্রবাসে কর্মরত) অনলাইনে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং সকলে মিলে সড়ক, রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থার বড় ধরণের সংস্কার আনয়নে নীরবে কাজ করছেন বলে জানা যায়।
Read more